আমার কি একাউন্ট ম্যানেজার আপু খুব ভালো সার্পোট দিচ্ছে গত ৩ দিন ধরে। আপুর সাথে আমার যে ব্যাপার টা নিয়ে বোজাবোজির ভুল ছিল সেটা মিটে গেছে। ভুল টা আমারই ছিল আমার বুজতে সমস্যা হয়েছিল। আমি ওনার সার্পোট এ এখন খুবই সন্তুষ্ট। দয়া করে কলে কানেক্ট হয়ে সার্পোট দিতে যে না বলা হয়েছিলো সেটা উঠিয়ে নিবেন। আমার কি একাউন্ট ম্যানেজার নিয়ে এখন আর কোন সমস্যা নেই। যেটা ছিলো সেটা বুঝার সমস্যা। আলহামদুলিল্লাহ তিনি ও এখন আমার কথা বুঝেন আমিও বুঝি। অনেক সমস্যা টেক্সট লিখে সমাধান করা যাচ্ছে না। তাই কলে জুমে সব জায়গায় যেন সার্পোট পাই সেই ব্যাবস্থা করে দিবেন। আর আমি আপু কে সরি বলে দিছি। বিষয় টি আমলে নিয়ে খুব দ্রুত সমাধান দিবেন ইনশাআল্লাহ।
যেটা লিখে বোঝানো সম্ভব নয় ওটা ওনাকে ভয়েস মেসেজ দিয়ে পাঠিয়ে দিবেন ।যদি আপনার কোন জুম সাপোর্ট প্রয়োজন হয় তখন উনি আপনাকে জুম লিংক দিয়ে দেবে
আর কল দেয়া যাবে না?
ডিসকডে কথা বলতে পারেন