আস্সালামুআলাইকুম
আমার মতামত , আমরা এখানে যারা মেম্বার আছি , অনেকেই কিন্তু কোথাও না কোথাও থেকে দুই একটা কোর্স করেই এসেছি।
যার কারণে আমরা বুট ক্যাম্প এ জয়েন হয় এন্ড বিজনেসম্যান হিসেবে নিজেকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ওয়র্কশপ এ জয়েন হয়।
আমার মনে হয় আমাদের মাইন্ড সেট এ অনেক প্রব্লেম আছে। যার কারণে ডিসিশন নিতে দেরি করে ফেলি যে ডিজিটাল না ফিজিক্যাল অথবা সার্ভিস নিয়ে কাজ করবো।
আসলে ওয়ার্কশপ মূলত বিজনেস এর জন্যই আসা তারপরে প্রোডাক্ট।
আমরা অনেকেই আটকিয়ে যায় এখানে কোন টা ভালো হবে।
এখানে কথা হলো সবকিছুই সবার জন্য কাজ নাও করতে পারে তাই বলে থেমে গেলে হেরে যাবো তাই যে কোন একটা নিয়ে লেগে যান।
আর কাজ করা শুরু করলেই প্রব্লেম হবে তখন সেই প্রব্লেম কি একাউন্ট মেনেজার কে জানিয়ে দিন আশা করি আস্তে আস্তে বিজনেস টা বুজতে পারবো। ফেইল জীবনে আসবে স্বাভাবিক কিন্তু আপনি মেনেজমেন্ট টা শিখলেন সেইটা দিয়ে পরে আরো ২-৩ টা বিজেনস ক্রিয়েট করতে পারবেন।
মাইন্ড সেট নিয়ে যদি কারও প্রব্লেম থাকে তাহলে Digital Agency road map chapter 6 mindset ta দেখে আসুন অনেক কাজে লাগবে। আমার জন্য দুআ করবেন ধন্যবাদ সবাইকে।
অলাইকুমুস সালাম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে StepUp Technology Ltd. এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
Right