আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, শুরু থেকে আজকে পর্যন্ত নিস সিলেকশন, ওয়েবসাইট ডিজাইন, এড ম্যানেজার সংক্রান্ত সমস্যা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে রাহাত হোসাইন পাটোয়ারী ভাই যিনি আমার কি অ্যাকাউন্ট ম্যানেজার আমাকে নিরলসভাবে সাহায্য করে গেছেন। আমি তার কাছে আসলেই কৃতজ্ঞ। ফাহমিদ আল নাঈম ভাইয়ের কথা আর কি বলবো, এক কথায় “Boss of the Bosses”. জাযাকাল্লাহু খাইরান।