Meta Pixel setup part 1 এর ক্লাসের ভিডিওতে তো সাউন্ড নেই । এতো গুরুত্বপূর্ণ ক্লাসে সাউন্ড না থাকলে কিভাবে বুঝব। প্লিজ ভেবে দেখবেন ।
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
Meta Pixel setup part 1 আমি মাত্র চেক করলাম কোন সাউন্ডের সমস্যা নেই ।আমি সঠিকভাবে সবকিছু শুনতে পারতেছি।
আপনার সাউন্ড টা ভালোভাবে চেক করেন এবং সমাধান না হলে আপনার সাপোর্ট এক্সিকিউটিভ কে ইনফর্ম করেন।
No sound. Most of class no sound. This complain came from more person. So you should look at on that sound issue.
আর সব ভিডিও গুলো ৪/৫ মিনিট পরে আটকায়ে যাবেই।এটা নিয়ে কোন সমাধান নাই?
video quality auto দিয়ে রাখবেন। আশা করি সমস্যা হবে না
জি ভাইয়া দেই,তারপর
তাহলে আপনার ডিভাইসে সমস্যা নয় আপনার ইন্টারনেটে। ডিভাইস পরিবর্তন করে দেখতে পারেন।
না ভাইয়া নেট ঠিক আছে ত ইউটিউবে র অন্য কোন ভিডিও তে কখনোই আটকায় না, আর এই ভিডিও র সব গুলো তেই ৪/৫ মিনিট পর পর আটাকাবেই
Youtube FB তে সাধারণত আটকায় না কারন এসব কমন সাইটে ইন্টারনেট প্রভাইডার রা স্পীড বাড়িয়ে রাখে।
ডিভাইস পরিবর্তন করে দেখতে পারেন। ঠিক হয়ে যেতে পারে। আমি কম্পিউটার থেকে দেখি, কোনো সমস্যা হয় না।
১ম অন্য ডিভাইসেই ছিল সেটাতেও সেম ছিল।অনেক ধন্যবাদ
আপনি যদি মোবাইলে সমস্যা ফেস করেন তাহলে কম্পিউটারে ট্রাই করেন। কম্পিউটারেও যদি একই সমস্যা দেখা দেয় তাহলে সিম ইন্টারনেট দিয়ে ট্রাই করতে পারেন। নয় ইন্টারনেট প্রভাইডার কে গ্রাফির লিংক দিয়ে সমস্যা টা জানান, দেখেন কি বলে।
আটকে গেলে ভিডিও আগে পিছে করলে আবার চলা শুরু করে এমন ও দেখেছি।
আমরা সবাই যেহেতু ঠিক মত ক্লাস দেখতে পারতেছি সেহেতু গ্রাফি তে সমস্যা নেই। সমস্যা আপনার সাইডেই। বাট সমস্যা খুজে বের করা মুশকিল। সমস্যা খুজে না পেলে আসলে কিছুই করার নাই। সাপর্ট ও কিছু করতে পারবে না।
ধন্যবাদ ভাইয়া, সাপোর্ট কেও বলেছিলাম,কোন কাজ হয়নি,৪/৫ মিনিট পর আমাকে আগে পিছে করে দিতে হবেই তারপর চলে।
সাউন্ড ঠিক আছে বাট একটু লো ভলিউম