আমি এখনো কোনদিন আমার সাপোর্ট এক্সিকিউটিভ কে ফোন দিই নাই, নিরবে ভিডিও গুলো দেখসেছিলাম নিয়মিত কারন আমি আগে জেনে, বুঝে তারপর বিজনেজ স্টার্ট করতে চাই। কিন্তু আজকে আমার সাপোর্ট এক্সিকিউটিভ @RonyTalukder ভাই নিজেকে থেকে ফোন দিয়ে আমার খোজখবর নিলেন, আমি ভিডিও গুলো দেখছি কিনা? বা কোথাও কোন সমস্যা হচ্ছে কিনা? আমি রীতিমতো অবাক হলাম। আমি টাকা দিয়ে কোর্স কিনেছি, তানারা রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে। আমি দেখলাম, নাকি দেখলাম না! এগুলো কয়জন মানুষ জানতে চায়? স্টেপয়াপ এখানেই সবার থেকে আলাদা। শুধুমাত্র টাকা নেই নাই, দায়বদ্ধতা ও নিয়েছে। আপনাকে শিখতেই হবে ভাই। @RonyTalukder ভাই কে অসংখ্য ধন্যবাদ, রাত ১২ টার পরে এতটা আন্তরিকতার সাথে আমার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং ফোন দিয়ে খোজ নেওয়ার জন্য। স্টেপয়াপ দীর্ঘজীবি হোক।
Sent