ধন্যবাদ জানাচ্ছি আমার কি অ্যাকাউন্ট ম্যানেজার ওয়ালিউল্লাহ মৃধা ভাইয়াকে যিনি সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন। আমার কুকি ডিলিট হওয়ার কারণে আমি স্টেপ আপ এ login এক্সেস করতে পারছিলাম না উনাকে জানানোর পর একদিনের ভিতর আমি আমার অ্যাক্সেস পেয়ে যাই এছাড়াও উনি আমাকে ফাহমিদ স্যারের ভিডিও গুলো প্র্যাকটিসের সময় যেকোনো প্রবলেমে পড়লে উনি আমাকে অনেক দ্রুত এবং আন্তরিকতার সহিত আমাকে বুঝিয়ে দিয়েছেন।এছাড়াও আমি ধন্যবাদ দিতে চাই স্টেপ আপের ডিপ্লপার টিমকে তাদের সহযোগিতা পূর্ণ ব্যবহারে আমি অনেক হ্যাপি কয়েকবার আমি আমার প্রোডাক্ট আপলোড এট্রিবিউট এড করার সময় প্রবলেম ফেস করি আমার কি অ্যাকাউন্ট ম্যানেজার ডিব্লপার টিমের সাথে কানেক্ট করে দেন এবং ওনারা খুবই আন্তরিকতার সহিত আমার প্রবলেমগুলো সলভ করে দিয়েছে।স্টেপ আপের সাপোর্ট টিম অনেক দক্ষ এবং আন্তরিক আমি স্টেপ আপের সফলতা কামনা করছি। আবারো ধন্যবাদ জানাচ্ছি আমার কি অ্যাকাউন্ট ম্যানেজার ওয়ালীউল্লাহ মৃধা ভাইয়াকে যিনি আমার সামনে চলার পথটাকে আরো মসৃণ করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করছেন আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক আমিন।
আসসালামু আলাইকুম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে Stepup Technology Ltd এর পক্ষ থেকে ধন্যবাদ।