আলহামদুলিল্লাহ। আজকে বিজনেস কনসালটেন্সি সাপোর্ট নিলাম একটা বিষয় নিয়ে অনেক চিন্তায় ছিলাম তারপর muhammadnabeelfnhw noyon ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়া আমাকে বিজনেস কনসালটেন্সি সাপোর্টে জয়েন করিয়ে দেয়। সেখানে মোস্তাকিন ভাইয়া আমার সমস্যাগুলো একটা একটা করে শুনে এবং সমাধান বের করে দেয় এবং এগুলো কিভাবে করতে হবে সে সম্পর্কে পরামর্শ দেয়। এক কথায় ভাইয়াদের সাপোর্ট সিস্টেম অসাধারণ। পেইড কোর্স অনেক করা যায় বাট ভাইয়াদের মত এই সাপোর্টগুলো কোথাও পাওয়া সম্ভব না এরকম সাপোর্ট পেয়ে সত্যি মনোবল ফিরে পাওয়া যায় ধন্যবাদ মোস্তাকিন ভাইয়া এবং মোহাম্মদ নয়ন ভাইয়াকে