ফাহমিদ ভাইয়া সব সময় বলে এসেছেন একজন ক্লাউড ইন্জিনার হায়ার করা অনেক ব্যয়বহূল যা নতুন অবস্থায় সবার পক্ষে সম্ভব হবে না এজন্য তিনি ওয়ার্কশপে ক্লাউড মেনেজ করা শেখাবেন । এর উপরে কোর্স থাকবে।
ক্লাউড এর উপর ডেডিকেটেড কোর্স দেওয়া হোক যাতে আমরা নিজেরাই ক্লাউড মেনেজ করতে পারি।
তাছাড়া এখানে অনেকেই ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করবে যাদের জন্য ক্লাউড মেনেজ জানা অনেক জরুরী।
তাছাড়া আমি সহ অনেকেই অনেক আশাবাদী এ কোর্স এর ব্যপারে । আশা করি ফাহমিদ ভাই বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।
ধন্যবাদ….
আমিও একমত, আমাদের ক্লাউড ম্যানেজ করা শেখালে উপকার হবে অনেক।
১০০% সহমত পোষণ করছি। আগে ক্লাউড ম্যানেজ করা শেখানো হোক। তারপর যারা পারবে না তাদেরকে স্টেপআপ সাপোর্ট দিবে। আগেই সবাইকে এর আওতায় আনা ঠিক হবে না।