আমরা যারা ফিজিক্যাল প্রডাক্ট নিয়ে কাজ করবো,আমাদের জন্য কোন কনফিগারেশন এর ল্যাপটপ কেনা প্রয়োজন?
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
এই প্রশ্নটা আমারো জানার ইচ্ছা ছিল
Amar o same question
আপাতত সাধারণ মানের ল্যাপটপ নিয়ে শুরু করতে পারেন তবে যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন তাহলে একটু ভালো মানের ল্যাপটপ নিওয়াই আপনার জন্য বেটার।
আমি বলব , আপনার যদি কম বাজেটের কোর আই ৭ কেনার ইচ্ছা থাকে , তবে তা ছেড়ে দিন । কোর আই ৫ কিনুন ও সাথে সব এক্সেসোরিস গুলা ভাল দেখে নিন । প্রসেসর নিন ৩ এর উপরে । টার্বুও নিতে পারেন ।বাস স্পিড ভাল দেখে নিন । ফলে পারফরমেন্স ভাল পাবেন । র্যাম নিন কমপক্ষে ৪ জিবি । গ্রাফিক্সটা একবার দেখুন । সেটাও ভাল নিন । এক্সটারনাল ও নিতে পারেন । ওয়েব ক্যামটা ভাল দেখে নিন । আপনার কোর আই ৫ এর পারফরমেন্স হয়ে যাবে সেই বাজেটের কোর আই ৭ এর থেকে ভাল । আর যারা কম বাজেটের কোর আই ৫ নেবার কথা ভাবছেন , তাদেরকে বলব একই বাজেটের কোর আই ৩ নিন , তবে উপরের জিনিসগুলা ভাল নিন । একই কাজ হবে । শুধু প্রসেসর দেখে ল্যাপটপ কিনবেন না । পিসিতে সব পার্টসের সমন্বয় না হলে পারফরমেন্স খারাপ হতে বাধ্য ।
আর যাদের কোর আই ৩ নেবারও সামর্থ নেই , তাদের বলব , ডেক্সটপ নিয়ে নিন । কারণ , একই কনফিগারেশন এর ডেক্সটপ ও ল্যাপটপের মধ্যে ডেক্সটপই বেস্ট পারফরমেন্স দেয় । আপনি যদি একটা সিম্পল কনফিগারেশন এর কোর আই ৩ ডেক্সটপ নেন, র্যাম ৪ জিবি নিন, ভাল একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নিন , এতে আপনার খরচ পড়বে কম , কিন্তু পারফরমেন্স পাবেন ল্যাপটপের থেকে অনেক বেশী । আর ডেক্সটপ ল্যাপটপের থেকে বেশী হার্ডি । আপনি একটা কোর আই ৭ ল্যাপটপের দামে একটা ভাল গেমিং ডেক্সটপ কিনে ফেলতে পারবেন । ডেক্সটপের সাথে ল্যাপটপের তুলনা কোন ভাবেই খাটবে না । রাফ ইউজ করার জন্য ডেক্সটপের উপরে কোন কম্পিউটারই নেই । আর এর সবথেকে বড় সুবিধা হল , আপনি যেকোন পার্টস আপগ্রেড করতে পারবেন সহজেই । ফলে ধীরে ধীরে আপনার পিসি আরও উন্নত করে তুলতে পারবেন । তবে , এক্ষেত্রে মাদারবোর্ড অবশ্যই ভাল নিবেন । তবে আপনার যদি পোর্টেবলিটির দরকার হয়, তবে ল্যাপটপই উপযুক্ত ।
আমার মনে হয়, ভালো মানের একটা ডেক্সটপ নেয়া উচিত; যেটা দিয়ে সব কাজ করা যাবে; খরচও কম হবে; চাহিদামত আপডেট করা যাবে। যেহেতু আমরা বিজনেস করব সেহেতু আমাদের কাজে যেন ব্যঘাত না হয় তাই কম বাজেটেও ডেক্সটপের তুলনা হয় না। পোর্টেবিলিটির দরকার হলে তো মোবাইল দিয়েও ডেক্সটপে এক্সেস করা যাবে, এমন তো নয় যে আমরা অফিস ছেড়ে অনেকদিন বাহিরে থাকব। আমি কখনও ছুটিতে থাকলে আমার সহকর্মীকে মোবাইলে সাপোর্ট দেই। আমি হোয়াটস এপে কলে রেখে টিম ভিউয়ারে দেখি আর নির্দেশনা দেই। এভাবে আপনারাও করতে পারেন