আমি শুরু থেকে ই Stepup এর Bootcamp এর সকল ভিডিও দেখি, আর অনেক দিন যাবৎ পার্সোনাল বিসনেস নিয়ে ভাবতেছিলাম, Bootcamp এর ভিডিও দেখে আমি সাহস পাই আর মেন্টর Fahmid Al Nayem ভাই এই অসাধারণ আইডিয়া এবং টেকনিক্যালি ইস্যু সমাধান করা এই সব আমাদের খুবসুন্দর ভাবে বুঝিয়েছে, Fahmid Al Nayem ভাই কে অসংখ্য ধন্নবাদ। আর আমি মনে করি আমি একজন খুব ভাগ্যবান কারণ আমার Key account manager Md Ariful Islam ভাই এর মতো একজন ব্যক্তি পেয়েছি, আমার জানামতে তারে আমি নক দিছি রেস্পন্স পাইনাই এমন কোনো রেকর্ড নাই আমি মনেকরি, Md Ariful Islam ভাই অনেক ধৈর্যশীল তারে আমি কখনো বিরক্ত হইতে দেখি নাই. তার সাপোর্ট আমাকে অনেক হেল্প করেছে, আশাকরি তিনি আমার পাশে সবসময় ই থাকবে। আমার Key account manager Md Ariful Islam ভাই ও website developer team আমাকে সুন্দর ভাবে zoom meeting এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। সবাইকে অন্তরের অন্তর স্থল থেকে জানাই শুভেচ্ছা ❣️ও ধন্যবাদ।