আমি খুবই অবাক হয়েছি Step Up এর সাপোর্ট সিস্টেম দেখে। আমি অনেক জায়গায় কোর্স করেছি কিন্তু Step up এর মতো সাজানো গুছানো সাপোর্ট সিস্টেম দেখিনি। আমি যে কোন প্রবলেম এ পড়লে আমার Key account manager ( Rony Talukder) ভাইকে আমার সমস্যার বিষয়টি জানালে তিনি সাথে সাথে আমার সাথে যোগাযোগ করেন এবং আমার সমস্যাটি সমাধান করে দেন। যেমন : আজকে আমার Domain কিনার প্রয়োজন ছিল তিনি খুব আন্তরিকতার সাথে Domain টি কিনে দেন। এক কথায় বলবো Step up এর সাপোর্ট সিস্টেম এবং সঠিক স্কিল এর গাইডলাইনের কারণে আমাদের মত উদ্যোক্তাদের অনেক বেশি উপকার হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। Fahmid Al Nayem ভাই তার বুট ক্যাম্পের মধ্যে আমাদেরকে দেওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে প্রমাণ করেছেন। Alhamdulliah ♥️