আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ stepupকে এবং কৃতজ্ঞতা জানাই ফাহমিদ ভাইকে এবং আরো কৃতজ্ঞতা জানাই আমার Key Account Manager Mostakin Ahmmed ভাইকে যিনি আমাকে প্রতিনিয়ত আমাকে অনেক সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। Mostakin Ahmmed ভাই খুবই ভালো মনে একজন মানুষ আমি তার কাছে যখনই সাপোর্ট চেয়েছি বা কোন কিছু জানতে চেয়েছি সে আমাকে তখনই সমস্যাগুলো বলে দিয়েছে অথবা না হয় সমাধান করে দিয়েছে। এখন পর্যন্ত এখান থেকে যতটুকু সাপোর্ট আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে যদি stepup এবং Mostakin Ahmmed ভাইয়া যদি আমার সাথেই থাকে ইনশাআল্লাহ ভালো কিছু একটা করতে পারব আশা করি। Mostakin Ahmmed ভাইয়ার কথা বললে শেষ হবেনা সে এত বেশি সাপোর্ট আমাকে দিচ্ছে আমি খুবই স্যাটিসফাই। আমি বাহিরের দেশে থাকি বাংলাদেশের সময় আর আমার দেশের সময় অনেক ডিসটেন্স তারপরও আমি তাকে যখনই কোন কিছুর জন্য এসএমএস দেই সাথে সাথে রিপ্লে দিয়ে আমার সমস্যা সমাধান করে দেয়। আমি আশা করি setup এ যত নতুন মেম্বার আছে সবাই এখান থেকে অনেক উপকৃত হবেন ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।