আস্সালামুআলাইকুম,
আজকে কি একাউন্ট ম্যানেজার আশরাফুল ইসলাম স্যার এর কাছ থেকে গ্রাফির এক্সেস এর সমস্যার সমাধান নিলাম. অনেক ভাল লাগে আশরাফুল ইসলাম স্যার এর সাথে কথা বলতে. স্যার এতটাই আন্তরিক যে, তার সাথে কথা না বললে বুঝতাম না. আশরাফুল ইসলাম স্যার অনেক বুদ্ধিমান এবং তার সাথে অনেক পরিশ্রমিও বটে. স্টেপ আপ অনেক কষ্ট করে আশরাফুল ইসলাম স্যার এর মত পরিশ্রমি এবং বিনয়ি কি একাউন্ট ম্যানেজার ওয়ার্কশপ মেম্বারদের জন্য তৈরি করেছে (তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি এবং শুভ কামনা). এ থেকে বোঝা যায় স্টেপ আপ কতটুকু পরিশ্রমী.
আল্লাহ্ তায়ালা যেন ফাহমিদ আল নাঈম ভাই এর মনের সকল নেক ইচ্ছে গুলো পুরণ করে দেয়, ফাহমিদ আল নাঈম ভাইকে নেক হায়াত দান করুক, আমিন.