আমার কি একাউন্ট ম্যানেজার আরিফুল স্যারের সম্পর্কে ষতটুকই বলি কম বলা হবে,আমি একজন নন টেকি পারসন হওয়ার কারনে স্যারকে অনেক জালাই কিন্তু সে কখোনই জালা মনে করে না সব কিছু সুন্দর ভাবে বুঝিয়ে দেন।যত সময়ই লাগুক মাঝ রাত, দুপুর, সকাল যখনি হোক বস কে একটা সালাম দিলেই আলাউদ্দিনের জিনের মতো হাজির হয়ে যায়।তার এই রকম একটিভনেসের জন্যই ননটেকি হওয়ার পরও আর সমস্যা হয় না আমার, কারন মনে হয় বস আমার সাথে সবসময় আছে। ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না।শুধু বলতে চাই সফলতার মুখ দেখার আগ পযর্ন্ত এভাবেই পাশে থাকবেন বস আরিফুল স্যার।
আমিও স্যারের নিকট বেশ আন্তরিকতার সাথে যে কোন সমস্যার সমাধান দেন উনি। উনি বেশ দক্ষ, ধৈর্যশীল, ভদ্র একজন মানুষ। আশাকরি তিনি এভাবেই আমাদের সহযোগীতে করে যাবেন।
আরিফুল ভাই অনেক ভালো মানুষ। তা সাপোর্ট নিয়ে প্রশংসা করার মত ভাষা আমার জানা নাই।