আমি মোহাম্মদ ফাইজুর
সাপোর্ট এক্সিকিউটিভ যখন এসাইন করা শুরু হয় তখন বেশ কনফিউজড ছিলাম, আসলে উনি আমায় কতটা সাপোর্ট প্রভাইড করতে পারবে? কেমন হবে? কতটা ফ্রী-লি ওনার সাথে কথা বলতে পারবো!
তবে প্রথম যেদিন কথা হয় সেদিনই বুঝতে পারছিলাম উনি যথেস্ট পরিমাণে আন্তরিক আর মিশুক।
- আমি এপর্যন্ত যতবার ওনার কাছে সমস্যা নিয়ে গেছি উনি ওনার সর্বোচ্চ দিসেন আমার প্রব্লেম সল্ভ করার জন্য।
- যে প্রশ্নের এন্সার ১কথায় দেওয়া যায়। উনি ৫মিনিট ধরে আমায় সেটা বোঝায়।
- উনি নিজ থেকে আমার খোজ নেন।