আসছালামুয়ালাইকুম! আমি একজন নতুন উদ্যোগতা, একটি হোমমেইড ড্রাইফুড নিয়ে ব্যবসায় শুরু করতে চাচ্ছি, প্রথমে একটি এড দিয়ে আশানোরুপ রেজাল্ট পাইনি, তাই পরবর্তীতে আবার কন্টেন্ট করে সাপোর্ট এক্সেকিউটিভের মাধ্যমে স্পেশাল টিমের হেল্প নিতে গেলাম, মিম ম্যাডাম ও কোরবান আলী ভাই সাহেব আমাকে বেশ কিছু গাইড দিয়েছেন, আসলে এই বিষয় গুলোতে অবশ্যই উন্নতি করতে করতে তানাহলে কেউ আমার প্রোডাক্ট কিনবেনা, বিষয়গুলো হলঃ হুক, প্যাকেট, কনফিডেন্টলি বলা, স্মাইল থাকতে হবে ইত্যাদি, পরিশেষে ধন্যবাদ জানাই সাপোর্ট টীমকে আর সবার কাছে দোয়া চাই।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দোয়া করবেন,
Step up টীম যেন এভাবেই আপনাদেরকে সহযোগিতা করতে পারেন।