আমরা অনেকেই আছি এখনো কোনো বিজনেস শুরু করতে পারি নি, লার্নিং এ আছি। আমাদের বড় কোন ইনকাম এর সোর্সও নেই যে যদি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইট দেয়া হয় তবে এককালীন বাৎসরিক হোস্টিং সার্ভিস বাবদ 12000 বা 25000 টাকা দেয়া কীভাবে সম্ভব? হ্যাঁ, তা যদি মান্থলি করা যায় তবে অনেকের পক্ষেই তা দেয়া সম্ভব। এ ছাড়া আমরা তো এখনো Selling এ ই যেতে পারি নি, লার্নিং চলছে তাহলে এখন ই বা কীভাবে বুঝব যে আমাদের মান্থলি কয়টা প্রডাক্ট যাবে বা সেল হবে? সুতরাং প্লিজ আমার মত বিগেনার উদ্যোক্তাদের কথা আরেকটু চিন্তা করে যেভাবে সহজ হয় স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে গিয়ে ব্যবসায় রানিং করা পর্যন্ত কনফার্ম করে তারপর ওয়েবসাইট হ্যান্ডওভার করলে খুব খুব ই উপকার হয় এবং এখানে আসা আমাদের সার্থক হয়। ধন্যবাদ
যদি আমরা monthly করি তাহলে একটা লোককে আমাদেরকে প্রতি মাসে সাপোর্ট দিতে হবে এই হোস্টিংয়ের জন্য ।তার মানে বছরে একটা লোকের পেছনে 12 বার। তো আমাদের তো মেম্বার একজন না অনেকজ। একটা লোকের পিছনে যদি আমরা এতবার সাপোর্ট দেই তাহলে তো আমাদের অনেক লক্ষ্যবলের প্রয়োজন। সবাই মিলে রাত দিন মিলে কাজ করলেও এই কাজ শেষ করতে পারবো না। আমাদের তো আর অন্যান্য কাজ করতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন