StepUp থেকে ক্লাউড হস্টিং প্যাকেজ কেনার ব্যাপারে বলা হয়েছে।stepUp এর দুটি প্যাকেজ রয়েছে। কিন্তু আমাদের মধ্যে অনেকের জন্যই yearly প্যাকেজ এর জন্য সম্পূর্ণ পেমেন্ট একত্রে করা অনেকটা অসম্ভব হয়ে যাচ্ছে।
এক্ষেত্রে যদি আমাদেরকে ইনস্টলমেন্ট সিস্টেমের ব্যবস্থা করে দেয়া হয়, তবে আমরা অনেকেই উপকৃত হব। যেমন: ১২০০০/ টাকার প্যাকেজটি ইনস্টলমেন্ট সিস্টেম করে ৩০০০/ করে দিতে পারব।
এ ধরনের বা অন্য কোন ইনস্টলমেন্ট সিস্টেমের ব্যবস্থা করে দিলে অনেক ভালো হতো। আশা করছি stepUp বিষয়টি বিবেচনা করবেন।
Thanks
আমিও আপনার সাথে এক মত ভাই। ইনস্টলমেন্ট সিস্টেম করলে আমাদের জন্যে ভাল হয়।
আমিও আপনার সাথে এক মত ভাই।
আমি ও চাই যেন পেমেন্ট মেথর্ডটা ইনস্টলমেন্ট করা হয়।