আসসালামু আলাইকুম আমি আসলে বুঝতেছিনা কোথা থেকে শুরু করব গ্রাফিতে লগইন করেছিলাম মোবাইল থেকে কিন্তু কিছুই দেখতে পারিনি কোন ভিডিও দেখতে পারিনি. মনে হচ্ছে পুরো অন্ধকারে আছি আসলে পুরো একটা গাইডলাইন পাচ্ছি না যে কোথা থেকে শুরু করব মানে কতগুলো ভিডিও আপলোড হয়েছে আমি তো সেগুলো দেখতে পাচ্ছি না ল্যাপটপ থেকে লগইন করার চেষ্টা করেছিলাম কিন্তু মাল্টিপল ডিভাইসে সমস্যা। আমাকে যদি কেউ সাহায্য করতেন
আপনার সাপোর্টিং এক্সিকিউটিভ এর সাথে আপনার প্রবলেম গুলো নিয়ে কথা বলুন।
গ্রাফির এক্সেস আপনাকে একটি ডিভাইসে নিতে হবে।
আপনি একসাথে দুইটি ডিভাইস ব্যবহার করলে কোর্স লক হয়ে যাবে।
https://stepup.graphy.com/t/u/activeCourses
আপনার মতন সমস্যা প্রথমে আমারও হয়েছিল এখন আপনি উপরে লিংকে দিয়ে ভিডিওগুলো দেখবেন আর নিচের টা দিয়ে কমিউনিটিতে যোগ দিবেন