আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই ফাহমিদ স্যার এবং আমার টিম লিডার জনাব আশরাফুল ইসলাম স্যার সহ সকল টিম লিডারদেরকে। আমি খুবই আনন্দিত যে, আমার টিম লিডার জনাব আশরাফুল ইসলাম স্যারের মতো একজন লিডার কে পেয়ে। আমি জানি আমার লিডারের অফিস সকাল ১০ টা থেকে রাত দশটা পর্যন্ত। কিন্তু আমি যখনই প্রবলেমে পড়েছি, রাত বারোটা নাই, একটা নাই, আমার লিডার জনাব আশরাফুল ইসলাম স্যারকে স্মরণ করার সাথে সাথে নির্দ্বিধায় আমার ডাকে সাড়া দিয়ে, আমার প্রবলেমগুলো যতক্ষণ সময় লাগুক না কেন, অত্যন্ত আন্তরিকতার সাথে আমার প্রবলেমগুলো সলভ করে দেয়। আজকেই তো রাত ১১ টায় স্যারকে স্মরণ করলাম আমার প্রবলেমটা সলভ করতে এক ঘন্টা সময় লেগেছে কিন্তু জনাব আশরাফুল ইসলাম স্যারের ভিতরে আমি এতটুকু বিরক্তবোধ দেখি নাই। আমি সত্যিই খুব গর্বিত জনাব আশরাফুল ইসলাম স্যারের মত একজন লিডারকে পেয়ে। ধন্য আমি,ধন্য স্টেপ আপ পরিবার, আশরাফুল ইসলাম স্যারের মত মানুষগুলো থাকার কারণে। দোয়া রইল টেপ পরিবারের সকল টিম লিডার সহ জনাব ফাহমিদ স্যারের জন্য। বিশেষ করে আমার লিডার আশরাফুল ইসলাম স্যারের জন্য। ধন্যবাদ সকলকে।
অলাইকুমুস সালাম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে Stepup Technology Ltd এর পক্ষ থেকে ধন্যবাদ।