আজকে আমার জিমেইল লগ আউট হয়ে গিয়েছিল এবং আমি অনেক চেষ্টা করার পরেও আমার জিমেইল টা পাচ্ছিলাম না। এবং আমি কোর্সগুলো করতে পারছিলাম না। তাই ডিসকোড এ আমার কেউ অ্যাকাউন্ট ম্যানেজার এর সঙ্গে কথা বলি। তিনি আমাকে জুম এ কানেক্ট করে অনেকক্ষণ ধরে সাহায্য করেছেন এবং শেষমেষ আমি আমার জিমেইলটি আবারো ফিরে পাই। ধন্যবাদ আমার কে অ্যাকাউন্ট ম্যানেজার ফারুক ভাইয়াকে।