আসসালামু আলাইকুম । বহু প্রতীক্ষার পর আমার স্বপ্নের পথে ধীরে ধীরে এগিয়ে চলতে শুরু করেছি । আর এই পথটাকে সহজ, সুন্দর ও বাধাহীন করে দিয়েছেন আমার প্রাণপ্রিয় ফারুক ভাই(সাপোর্ট এক্সিকিউটিভ) । প্রথম থেকেই বলি, যখন যেখানে আটকে গেছি ফারুক ভাই সুন্দরভাবে সেই সমস্যা সমাধান করে দিয়েছেন। তারপর ওয়েবসাইট থেকে শুরু করে পিক্সেল সেটাপ সবকিছু নিজের হাতে সুন্দর ভাবে করে দিয়েছেন । যখনই তাকে কোন বিষয়ে নক করেছি তখনই তিনি সাথে সাথে রিপ্লাই দিয়েছেন। শত ব্যস্ততার মাঝেও তিনি নিজে থেকে আমাদের খোঁজখবর নিয়েছেন। কখনো তিনি কোন বিষয়ে বিরক্ততা প্রকাশ করেননি । সব সময় হাসি মুখে সকল সমস্যার সমাধান করে দিয়েছেন। অবশেষে Step up এর হাত ধরে এবং ফারুক ভাইয়ের সহযোগিতায় স্বপ্ন পূরণের যাত্রা শুরু করতে পেরেছি। ০১/০৯/২০২৪ তারিখ থেকে এড রান শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ অল্প এই কিছুদিনের মধ্যেই ভালো ফলাফল পাচ্ছি । আল্লাহ চাইলে ও আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ Step up , ধন্যবাদ ফারুক ভাই এভাবে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
❤️সকলের কাছে দোয়া প্রার্থী❤️
আসসালামু আলাইকুম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে Stepup Technology Ltd এর পক্ষ থেকে ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতের জন্য।