Workshop এর video গুলো দেখার সময় কিছুক্ষণ পর পর লোড নিতে থাকে। তখন যদি ১০ সেকেন্ড skip করি তাহলে ভিডিও টা আবার সুন্দর মতো দেখা যায় তবে কিছুক্ষণ পর আবার একি ঘটনা ঘটে। এইরকম হয় মিনিমাম ৪-৫ বার এক ভিডিওতে। আমি Browser এ মুভি দেখার সময় বা অন্য কাজ করার সময় এইরকম কখনই হয় না, বা হয়লেও রিলোড দিলেই ঠিক হয়ে যায়। কিন্তু workshop video গুলের ক্ষেএে এমন হচ্ছে না। এখন আমার করণীয় কী?
আমাদের এন্ড থেকে এরকম কোন সমস্যা নেই। আপনি ইন্টারনেট প্রোভাইডারের সাথে কথা বলবেন। বাংলাদেশের কিছু অসাধু ইন্টারনেট প্রোভাইডার আছে তারা রেগুলার কিছু ভিডিও প্লাটফর্মের স্পিড অপটিমাইজ করে রাখে। সে ক্ষেত্রে আপনি বুঝবেন না আপনার আসলেই ইন্টারনেট স্পিড ভালো নাকি খারাপ। তাই ইন্টারনেট প্রোভাইডার এর সাথে কথা বলুন আশা করি এই প্রবলেম সলভ হয়ে যাবে। ধন্যবাদ
Thanks for the answer