আসসালামু আলাইকুম।
Facebook Pixel Setup কোর্সে কি iPhone 14 Update টপিক নিয়ে আলোচনা করা হবে? আমি Facebook Pixel নিয়ে Fiverr এ রিসার্চ করে দেখতে পাই প্রায় সবাই Pixel Setup এর পাশাপাশি এই সার্ভিসটা দিচ্ছে।
আমরা ফাহমিদ স্যারের স্টুডেন্ট হিসেবে কোনো দিক থেকে পিছিয়ে থাকতে চাই না। তাই এই বিষয়ে জানতে চাই।
স্যার ফেসবুক পিক্সেল সেটআপ আপনার ই-কমার্স বিজনেসের জন্য যেটা লাগবে, সেটা বেসিক একটু অ্যাডভান্স দেখানো হবে। পরবর্তীতে এই টপিক্সে আরো আলোচনা করা হবে । ইনশাআল্লাহ