আচ্ছা আমি ফেইসবুক পেজ কি আমার পার্সোনাল প্রোফাইল এর আন্ডার এ খুলবো, নাকি আলাদা প্রোফাইল ক্রিয়েট করে সেটার আন্ডারে খুলবো। আর আমি যদি ২ টা আলাদা আলাদা পেজ বানাই তবে কি সেটা ১টা কমন প্রোফাইল এর আন্ডারে খুলতে পারবো নাকি আলাদা আলাদা প্রোফাইল বানানো দরকার।
একটা প্রফাইল থেকে করতে পারবেন।