আমাদের লাস্ট ক্লাস টা ছিল ফেইসবুক পেইজ নিয়ে,আমার জানার বিষয় হলো,বিজনেস পেইজ সুন্দর নাম এবং ব্যবসায়ের ক্যাটাগরির সাথে মিল রেখে নাম রাখলে ভালো হয়।আমি যদি এখন ফেইসবুক পেইজ রেডি করি পরবর্তীতে পেইজের সাথে মিল রেখে ওয়েব সাইট ডোমিন হোস্টিং নাম পাবো?
Example: page name: Ghorer bazar
Website:Ghorerbazar.com
আশা করি আমার কথা টা বুঝতে পেরেছেন
আপনি আপনার বিজনেস এর জন্য পছন্দসই নামে ডোমেইন এভেইলেবল আছে কিনা দেখবেন, যদি থাকে তবে পেইজ ক্রিয়েট করবেন। পরবর্তীতে সেই নামে যদি যদি ডোমেইন না পান তাহলে অন্য নামের ডোমেইন নিয়ে পেইজের নাম পরিবর্তন করে নিবেন।
যে নামে পেইজ ক্রিয়েট করবেন ঐ নামে ডুমেইন আছে কিনা চেক করে নিবেন।চেক করার জন্য নেইমচিপ ডট কম ব্যবহার করতে পারেন।
আর যদি ডুমেইন না কিনে পেজ বানিয়ে ব্যবসা করেন পেজ বড় হওয়ার পর দেখবেন আপনার পেইজের নামের ডুমেইন অন্য কেউ কিনে ফেলেছে। পরে আর আপনি হয় তার কাছ থেকে চড়া দাম দিয়ে ডুমেইন কিনবেন না হলে নাম পরিবর্তন করে নতুন নাম দিবেন।
ধন্যবাদ।