আমি আল-আমিন সাগর দ্বিতীয় ওয়ার্কশপ ব্যাচ।
<span;>আমার সাপোর্ট এক্সিকিউটিভ রেয়াদ ভাই খুবই হেল্পফুল একজন মানুষ, আমার যখন যেই সমস্যা হয়েছে উনাকে জানিয়েছি উনি খুবই ফাস্ট রেসপন্স করে সমস্যাগুলো সমাধান করে দিয়েছে। উনি আমার পিক্সেল সেটআপ সহ ওয়েবসাইট কাস্টমাইজ ও ছোট ছোট বিষয় থেকে বড় বিষয়গুলো ডিসকোড ও ঝুমের মাধ্যমে সব সময় সাহায্য করে যাচ্ছেন তাই রেয়াদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পর্যন্ত অনেকবার ওয়েব সাইট স্পেশালিস্ট ও মেটা স্পেশালিস্ট ভাইদের সাথে আমার ঝুম কনসালটেন্সি হয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আজ থেকে আমি আমার প্রোডাক্ট প্রমোশন চালাবো। সবাই আমার জন্য দোয়া করবেন আমিও ব্যাচ ম্যাট ভাইদের জন্য দোয়া করি সবাই সফল হোক, আমি রিয়াদ ভাই এবং ফাহমিদ ভাই ও স্টেপ আপ এর সকল টিম মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ সবাইকে ভালো করুক আমিন।
আসসালামু আলাইকুম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে StepUp Technology Ltd. এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।