আমার সাপোর্ট এক্সিকিউটিভ রাহাত হোসেন, অসামান্য অমায়িক এবং ভীষণ আন্তরিক একজন মানুষ। নিস্ সিলেকশনে আমার সমস্যাটার কথা জানালে, তিনি চমৎকার দক্ষতার সাথে উপযুক্ত একটা পথ দেখিয়ে দিয়েছেন। অফিসিয়াল সাপোর্ট এর বাইরেও অনেক রাতের বেলাতেও আমি আমার পিসিতে সমস্যা সমাধানের জন্য ও তার কাছে সাপোর্ট নিয়েছি এবং ঐ সময় আমি সাপোর্ট পেয়ে অনেক সন্তূষ্ট । তার প্রতি সবচেয়ে বেশী মুগ্ধতা ছড়ায় তার বিনয়ভরা বাচনভঙ্গি। আমি তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আল্লাহ তাকে এর উত্তম প্রতিদান দান করুন। পাশাপাশি সবিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের ম্যান্টর ফাহমিদ ভাইকে, যার সৌজন্যে আমরা এই ধরনের উন্নততর সাপোর্ট সিস্টেম উপভোগ করতে পারছি। সকলকে ধন্যবাদ