আমি সার্ভিস নিয়ে কাজ করতে চাই।
প্রাথমিক ভাবে ৩টা নিস সিলেক্ট করেছি এবং ৩টা থেকে নির্দিষ্ট ১টা নিস সিলেক্ট করার পর আমার সাপোর্ট এক্সিকিউটিভ সোহানুর রহমান ভাইকে Discord এ মেসেজ দিয়ে জনালাম, যে আমার নিস সিলেকশন ঠিকঠাক আছে কিনা। সাথে সাথে আমাকে রিপ্লাই দিয়ে জানালেন ঠিক আছে (এর আগেও Discord এ মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দেন) পরবর্তীতে আমাকে ফোন করে এই নিসের ডিমান্ড ও কিভাবে এ বিষয়ের ওপর বিভিন্ন সোর্স থেকে নলেজ নিতে হবে সে বিষয়ে বিস্তারিত জানালেন।
যখন আমার সাপোর্ট এক্সিকিউটিভ সোহানুর রহমান ভাই নিজে থেকে আমাকে ফোন করে খুবই আন্তরিকতার সাথে গাইড করছে (অফিস টাইম ছাড়াও) তখন তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। এই ধরনের সাপোর্ট সিস্টেম আমার খুবই ভালো লেগেছে।
Fahmid Al Nayem স্যার ও StepUp Team Member এবং Workshop Member সকলের প্রতি ভালোবাসা ও দোয়া রইলো। এবং সকলের দীর্ঘআয়ু কামনা করছি।
আমার জন্যও দোয়া করবেন যেনো ধোর্য সহকারে আমার সিলেক্ট করা নিস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে ও সফল হতে পারি।
ধন্যবাদ
আপনি কি আপনার নিজস্ব এজেন্সি শুরু করার কথা ভাবছেন বা কোনো কোম্পানিতে চাকরি চান?
ফাইনাল ডিসিশন এখনো নিতে পারিনি। অপশন ২ টাই হাতে রাখছি, যে কোন একদিকে তো যেতেই হবে। তবে এজেন্সি শুরু করতে চাচ্ছি। ইনশাআল্লাহ্
এজেন্সি কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে ক্লস শুরু হলে ভালো ভাবে বুঝতে পারবো। তখন ফাইনাল ডিসিশন নেবো এজেন্সি অথবা জব।
ধন্যবাদ