Support In Discord
আমার সাপোর্ট এক্সিকিউটিভ সোহানুর রহমান ভাইকে Discord এ মেসেজ দিলাম। তিনি সাথে সাথে রিপ্লাই দিলেন। আমার সিলেক্ট করা নিস এর সাথে কি কি বিষয়ে ১০০% নলেজ থাকতে হবে ও কোন বিষয়ের ওপর ডোমেন নলেজ থাকলেও হবে সে বিষয়ে তিনি জানালেন।
ডুয়েল কারেন্সি কার্ডের ব্যপারেও জানতে চাইলাম। কোন ধরনের কার্ড ও কোন ব্যাংক (সিটি ব্যাংক বা ইস্টার্ন ব্যাংকে-ক্রেডিট কার্ড নিতে পারলে ভালো। না পেলে ডেবিট কার্ড) এর সার্ভিস ভালো সে বিষয়েও অত্যান্ত আন্তরিকতার সাথে বুঝিয়ে বললেন।
ধন্যবাদ সোহানুর রহমান ভাই, মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই দিয়ে আমার সমস্যা গুলো সমাধান করে দেওয়ার জন্য। আশা করি সামনে আরো বেশি বেশি সাপোর্ট পাবো। ইনশাল্লাহ
Fahmid Al Nayem Sir & StepUp Team মেম্বর সকলের সুস্থতা কামনা করছি। আমিন
যাতে তারা আমাদেরকে ভালো ভাবে সাপোর্ট দিয়ে যেতে পারে।
ধন্যবাদ
আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনার মুল্যবান মতামত শেয়ার করার জন্য।
ওয়ালাকুম আসসালাম
যে কয় দিন সাপোর্টের জন্য নক দিয়েছি, সাথে সাথে রিপ্লাই দিয়েছে। অশংখ্য ধন্যবাদ সাপোর্ট টিম মেম্বরদের, যারা আমাদের এতো সুন্দর ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য। আশাকরি ভালো কিছু হবে ইনশাল্লাহ।
Thank You Soo much