প্রোডাক্ট ফেজ তৈরির জন্য আমি ইলিমেন্টর ব্যবহার করতে চাচ্ছি। কিন্তু Edit with Elementor এ ক্লিক করলে ইমেইজের মেসেজ/নোটিশটি শো করে। এটা কেন?
নোট: টোয়ান্টি টোয়ান্টি থিম ইনস্টল দিলে আবার কাজ হয়। আমি জেনারেটপ্রেস এ করতে চেয়েছি। থিম পরিবর্তন ছাড়া এটা সলভ করার কোনো ওয়ে কী?
আসসালামু আলাইকুম…
নতুন করে একটি পেজ তৈরি করেন নাম দেন প্রোডাক্ট পেজ। তারপর মেনুতে এই পেজটা shop পেজ আকারে লিংক করে দিতে পারেন.
প্রস্ন করার জন্য ধন্যবাদ