E commerce fundamental course chapter-3 part-3 তে ফাহমিদ ভাই Starter new Client প্রতিমাসে ২জন করে অর্থাৎ জানুয়ারী-২৪ এ ২জন ফেব্রুয়ারী-২৪ এ ২জন নতুন ক্লাইন্ট নিয়ে ফেব্রুয়ারী-২৪ এ মোট ক্লাইন্ট সংখা ৪ জন । এভাবে প্রতি মাসে ২জন করে ক্লাইন্ট যুক্ত হলে ডিসে-২৪ এ তো মোট ক্লাইন্ট সংখা ২৪ জনই হবে। তাহলে কিউমিনিটিভ বা টোটাল ক্লাইন্ট এর আরো একটি রো এর প্রয়োজন কেন ? বিষয়টি যদি আরো একটু বুঝিয়ে দিতেন তাহলে আরো ভালো লাগতো।
স্যার এই বিষয় বিস্তারিত জানতে আপনার support executive এর সাথে কথা বলুন তিনি সময় নিয়ে আপনাকে এটা বুঝিয়ে দিবেন।
ভিডিও টি আরও দুই তিনবার দেখেন ভাল করে মনযোগ দিয়ে, তাহলে সব পানির মত ক্লিয়ার হয়ে যাবে । আপনি আসলে ব্যাপারটা বুঝেন নাই ঠিকমত । ভাল করে দেখেন, বুঝে যাবেন। ধন্যবাদ ।
ধন্যবাদ স্যার। হয়তো আমার বুঝতে ভুল হচ্ছে।
জানুয়ারী ২৪ এ ২ জন
ফেব্রুয়ারি ২৪ এ ২ জন
মার্চে ২৪ এ ২ জন
এই ভাবে ক্লাইন্ট আসবে না
জানু ২৪ এ ২ জন
ফেবু ২৪ এ ৪ জন
মার্চ ২৪ এ ৬ জন
এপ্রিল ২৪ এ ৮ জন
মে ২৪ এ ১০ জন