স্যার, আমাদের প্রিয় মেন্টর ফাহমিদ আল নাঈম তার ফ্রি সেশনগুলোতে স্পষ্ট ভাবেই বলেছিলেন যে, আমরা ২৫ হাজার টাকা দিয়ে বিজনেস ওয়ার্কশপে জয়েন করলে একটা ওয়েবসাইটসহ প্রায় লক্ষধিক টাকার ভ্যেলু পাব। আমারা অনেক প্রিমিয়াম কোর্স পাচ্ছি, যেগুলো অনেক মূল্যবান। কিন্তু ডোমেইন/হোষ্টিং যদি আমাদের কিনতে হয় তবে আমরা কিভাবে আপনাদের কাছ থেকে ওয়েবসাইট পেলাম? জানিনা আমার শুনতে বা বুঝতে ভুল হয়েছে কিনা! আর প্রথম বিজনেস ওয়ার্কশপ মেম্বারদেরকেও কি ডোমেইন ও হোষ্টিং আলাদাভাবে কিনতে হয়েছে কিনা। দয়া করে পরিস্কার করবেন। ধন্যবাদ ।
আস্সালামুআলাইকুম ।
আপনাদেরকে Stepup থেকে একটি website দেয়া হবে। একটি ই-কমার্স ওয়েভসাইটে অনেক ধরনের ফাংশনালিটি এক্টিভ করতে হয়। যেগুলোর জন্য অনেক প্রিমিয়াম প্লাগিন ব্যবহার করতে হয়। এজন্য একটি ই-কমার্স সাইট তৈরি করতে মিনিমাম ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়ে যায়। Stepup আপনাদেরকে website তৈরি করে দিবে। কিন্তু ডোমেইন এবং হোস্টিং এর জন্য যে টাকা প্রয়োজন হবে সেটা আপনাকেই মেনেজ করতে হবে। ওয়েবসাইট ,ডোমি্ন, হস্টিং প্রতিটা জিনিস আলাদা। আমরা 1000$+ price এর প্রিমিয়াম প্লাগিন কিনেছি যা আপনাদের জন্য।
আমরা কখনো বলি নাই যে আপনাকে ডমিন- হোস্টিং আমরা কিনে দেব। আমরা বলেছি ওয়েবসাইট দিব আমরা ওয়েবসাইট দিতেছি।
আগের মেম্বারদের আমরা শুথু website দিয়েছি
ধন্যবাদ।