এখন পর্যন্ত ঐরকম করে কোন সার্ভিসের জন্য @Faruk_stepup ভাইকে নক করা হয়নি।। পরিচয় পর্ব শেষ হওয়ার পর তেমন কিছুই বলা হয়নি।। শুধু ক্লাসের ভিডুও গুলো দেখে যাচ্ছিলাম। যখন আসলো ডোমেইন টপিকে- তখনই ভাইকে নক করলাম। ডোমেইন নিজে কেনার জন্য যেহেতু নিজের কোন ক্রেডিট কার্ড নেই, সেহেতু ভাইকে নক দেওয়ার পরই রেস্পন্স করলেন।। নিয়মানুযায়ী সবকিছু করার পর আজকেই ডোমেইন আমাকে ট্রান্সফার করে দিয়েছেন।। এখন পর্যন্ত পাওয়া সার্ভিসে আলহামদুলিল্লাহ।। আর সবচেয়ে বড় যেটা মনে হলো – ভাই যতেষ্ট আন্তরিক।। আশা করি বাকি সবকিছু ও সন্তোষজনক হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ