ডিসকোড সাপোর্ট সিস্টেম
আমি বিজনেস একেবারেই নতুন। কি নিয়ে কাজ করবো এই বিষয়ে আমার কোনো ধারনাই ছিল না। আমার key account manager Ashraful Islam স্যার সে এতটাই আন্তরিক এবং দায়িত্ববান তার কথা প্রশংসা করে শেষ করা যাবে না । সে আমাকে নিশ সিলেকশন থেকে শুরু করে যত ধরনের প্রবলেম এ পড়ছি সে আমাকে সাপোর্ট করেছে । আপনার প্রতি সত্যিই অনেক কৃতজ্ঞ থাকবো স্যার । আল্লাহ আপনাকে ভাল রাখুক এই দোয়া করি । ধন্যবাদ জানাই step up টিমকে।