আসসালামু আলাইকুম ফাহমিদ ভাই,
আশা করছি ভাল আছেন,
আপনি ভিডিওর শুরুতে বলে থাকেন যে ভিডিওটা লম্বা হবে বা অনেক বড় হয়ে যাবে।
আমরা যেহেতু লার্নিং করতেছি এখন লার্নিং সময় শেখার সময়,
সুতরাং আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে,
এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি।
আমরা যেন ভালভাবে শিখতে পারি ভালোভাবে বুঝতে পারি তাহলেই হবে।
সুতরাং ভিডিও যত বড়ই হোক না কেন তাতে আমাদের কোন সমস্যা হবে বলে আমি মনে করি। না
সবার কথা ভেবেই দেওয়া হবে শুধু একজনের সুবিধা হলে তো হবে না।
তাছাড়া মেন্টার ভালো জানে ওনার কোর্সগুলি উনি কিভাবে দিবেন
রাইট