আচ্ছা ই-কমার্সের চ্যাপ্টার 1 বলা হয়েছিল যেন আমরা বিভিন্ন পেজে গিয়ে উইনিং প্রোডাক্ট চুজ করি এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে আমি যে পেজেই উইনিং প্রোডাক্ট চুজ করতে যাব সেই পেজ নিশ্চয়ই ফেমাস হবে তারা নিশ্চয়ই আগে থেকেই মানুষের মনে একটা বিশ্বাসযোগিয়ে নিয়েছে অবশ্যই তাদের ভালো সেল হবে এখন আমরা যদি সেখান থেকে উইনিং প্রোডাক্ট খুঁজতে যাই তাহলে তো তাদের মত আমাদের সেল হবে না এটা আসলে কি বলল কিছু বুঝলাম না ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো হতো|
বিজনেসের শুরুতেই আপনাকে রিস্ক নিতে হবে, আপনি এড রান করতে হবে সেইম প্রোডাক্ট এ যদিও আপনি ফেমাস না হোন। এক্ষেত্রে শুধুমাত্র ফেমাস পেজ গুলো এড রান করে বিষয়টা এমনও না।
আপনাকে এমন প্রোডাক্ট চুজ করতে হবে যা নিয়ে কোনো পেজ দীর্ঘদিন এড রান করছে, কিন্তু কম্পিটিটর কম।
আর কন্টেন্ট এমন ভাবে বানাতে হবে যাতে আপনাকে বিশ্বস্ত মনে হয়।
This is not good answer
সহজ ভাবে দরুন, কাস্টমারের কাছে আগে রিচ করবে যে সেল তার হবে। কম্পিটেটোর বড় বা ফেমাস হলেও সব কাস্টমারের কাছে রিচ করতে পারবেনা এবং একি পন্যের নতুন আনেক কাস্টমার চলে আসবে।