Facebook ad library তে কোন নির্দিষ্ট পেজের ad search করলে সমস্যা হয় না।
কিন্তু কোন niche এর নাম বা keyword দিয়ে search করলে result সবসময় ঠিক মত আসে না।
যেমন- keyword এ”T-shirt” niche দিয়ে আর region Bangladesh দিয়ে ad search করলেও বেশ কিছু ad আসে বিদেশি novel, drama এসবের।
আমার key support executive ভাইকে জানাই, উনি বলেন ‘এমন হয়’!!!
কিন্তু এমন হলে কোন niche এর ad research করব কিভাবে?
অন্যদের ও কি এমন সমস্যা হয়েছে?
Please কেউ জানাবেন kindly
ফেসবুকের AI এভাবেই কাজ করে।
আপনাকে বারবার চেষ্টা করতে হবে।
আপনি যে প্রোডাক্টের রিসার্চ করতে চান এগুলোর ইন্টারেস্ট দেখাতে হবে অর্থাৎ ওই ধরনের পেজে আপনি লাইক দিবেন তাহলে ওরকম অ্যাড আপনার কাছে বেশি আসবে।