প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দিলে ভালো হবে।এখানে যারা জয়েন করেছে তারা সবাই মোটামুটি শিক্ষিত এবং Action Tacker, তা না হলে এই পর্যন্ত আসতে পারতোনা..! ভিডিও প্রতিদিন upload করা হোক আমাদের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি।
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ক্লাসের মডেল বেসিক টু অ্যাডভান্স এভাবে সাজানো হয়েছে।
একজন মেন্টর ভালো জানে ওনার কোর্স উনি কিভাবে পরিচালনা করবে ন।
আমাদের সকলের উচিত মেন্টরের দিকনির্দেশনা মেনে চলো।
এটা সবার জন্য ভালো হবে না, হইতো আপনার জন্য ভালো।
আসসালামু আলাইকুম , অনেককে দেখতেছি যে ক্লাস ভিডিও আরো দ্রুত বা প্রতিদিন দিয়ার জন্য বলতেছে। এখন একটু সহজ বিষয় নিয়ে ক্লাস হচ্ছে তাই কারোর কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখন একটু কঠিন বিষয় নিয়ে ক্লাস হবে তখন কি প্রতিদিনের ক্লাস প্রাকটিস করে শেষ করতে পারবেন? তখন ঝামেলায় পরে যাবেন। এক্ষেত্রে ধর্য ধরলে ভালো হয়। যেভাবে ক্লাস আসতেছে এটাই ভালো। আমাদের থেকে StepUp ভালো জানে কিভাবে দিলে আমরা বেশি উপকৃত হবো।
আপনার একার মনে করা দিয়ে তো আর হবে না,আপনার সমস্যা না হক,কিন্তু অনেকের হবে ।।
Right