আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ! ক্যাশফ্লো চ্যাপ্টারে একটা বিষয় মাথায় ঢুকছে না, প্লিজ কেউ হেল্প মি । বিষয়টা কি একটা এরোর, নাকি এভাবেই হয়? প্রস্নটা হচ্ছে ফাহামিদ ভাই যে উদাহরণ হিসাবে ইলেকট্রিক গ্রিন্ডার এর ক্যাশফ্লো দেখালেনঃ সেখানে monthly সেল, এভারেজ গ্রস প্রফিট, এভারেজ মার্কেটিং খরচ, অন্যান্য খরচ, প্রডাক্ট টেস্টিং এরপর নেট প্রফিট থেকে অপারেশন কষ্ট বাদ দিয়ে ক্যাশফ্লো বের হল কিন্তু উপরে কোথাও গ্রিন্ডারের আমি যেই দামে (৮০০ টাকা) ক্রয় করলাম সেটা এড করা হলো না । এইখানে আমার বড় একটা আমাউন্ট আমার ইনভেস্টমেন্ট ইস্যু থেকে গেলো । এই বিশয়টা একটু ক্লিয়ার করে দিলে ভাল হয় ।
ধন্যবাদ ।
গ্রিন্ডারের যেই দামে (৮০০ টাকা) ক্রয় করলেন সেটা এড করা হয়েছে , ভিডিও টি আরেকবার দেখুন স্যার।
৮০০ টাকা ক্রয় মূল্য কোথায় এড করা হয়েছে? যদি আপনি ভিডিও টা দেখে থাকেন তাহলে আমাদের দয়া করে জানাবেন স্যার। এখানে শুধু ৫০০ টাকা লাভের মুল্য ধরা হয়েছে। ৮০০টাকা ক্রয় মূল্য কোথাও লিখা হয়নি।
অর্থাৎ ৫০০ টাকা * প্রতিদিন সেল এর হিসাব ধরা হয়েছে।
এইখানে আপনার প্রোডাক্ট ক্রয় করেছেন কত দিয়ে ঐটা প্রথমেই তুলে ধরে, ঐটার উপরে ভিত্তি করেই ক্যাশফ্লো বানানো হয়েছে। কিন্তু হিসাবে নিকেশ এর সময় যেমন ক্রয় মূল্য হিসেব করা হয় নাই, তেমনি খেয়াল করে দেখেন টোটাল বিক্রয় মূল্যও ধরা হয় নাই। শুধু লাভ-ক্ষতির হিসেব টাই ধরা হইছে।
ক্যাশফ্লো তে মুলত একটা আইডিয়া দেয়ার চেষ্টা করা হয়েছে
সেখানে শুধু গ্রস প্রফিট নিয়ে কাজ করা হয়েছে
সেখানে সব কিছুর মূল্য নিয়ে দেখানো হয়নি
এমন কি বিনিয়োগের বিষয় নিয়ে সেখানে কথা বলা হয়নি
সেখানে দেখানো হয়েছে মাসে এত আইটেম বিক্রি করার পরিকল্পনা নেয়া হয়েছে এবং প্রতি আইটেম এত লাভে বিক্রি করবো আমরা
এরপর সেই লাভ থেকে এড কষ্ট সহ আনুষঙ্গিক কিছু খরচ নিয়ে কথা বলা হয়েছে
সব বিষয় নিয়ে বলে নাই
যেমন প্রোডাক্টের একটা মূল্য আছে আবার প্রোডাক্ট প্যাকেজিং এরও একটা মূল্য আছে
ডেলিভারি রিটার্ন আসলেও কিছু খরচ হয়
এছাড়া ডেলিভারির সময়ও কিছু খরচ হয়
সব এক ভিডিও তে দেখানো হয়নি
অনেক সুন্দর বুঝিয়েছেন ভাই ধন্যবাদ।