প্রতি মাসে ওয়েবসাইটের জন্য কত টাকা খরচ হবে? ওয়েবসাইট মেইন্টেন্যান্সের মাসিক খরচ কত? কেউ কি আইডিয়া দিতে পারবেন? Cash Flow ভিডিওতে, ফাহমিদ ভাই এটি ডেমো হিসেবে দেখিয়েছেন যে ওয়েবসাইট মেইন্টেন্যান্সের খরচ ২০০০ টাকা। আমি কি একই কাজটি করব? এই ২০০০ টাকার মধ্যে সার্ভার-সাইড ট্র্যাকিং, হোস্টিং, এবং ডোমেইনের খরচ অন্তর্ভুক্ত আছে?
What should be the monthly website cost, including (domain, hosting, server-side tracking, cloud server)?
এটা আপনার প্যাকেজের উপর ডিপেন্ড করবে। আপনার মান্থলি সেল অনুযায়ী হোস্টিং প্যাকেজ কিনতে হবে এবং সেই অনুযায়ী খরচ পড়বে এটা ভ্যারি করবে আপনার অর্ডার ম্যানেজমেন্ট এর উপর।
সার্ভার সাইড ট্র্যাকিং এর খরচ এককালীন।
আপনার সিলেক্টের ডোমেইনের উপর খরচ ডিপেন্ড করে।ধন্যবাদ
প্রাথমিক লেভেলে সার্ভার সাইড ট্র্যাকিং এক কালিন খরচ হতে পারে কত?
এবং হোস্টিং প্যাকেজের মাসিক খরচ হতে পারে কত? খুব প্রাথমিক স্তরে।
সেটা জানার জন্যই প্রশ্ন করলাম
প্রাথমিক পর্যায়ে হোস্টিং মান্থলি ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। বিস্তারিত সবকিছু ক্লাসের মাধ্যমে জানতে পারবেন। ধন্যবাদ