ই-কমার্স ফান্ডামেন্টাল এর ভিডিও দেখার পর ক্যাশ ফ্লো বিষয়টি ভালো করে বুঝতেছিলাম না।ভিডিও দেখার পর যেই বিষয় টি বুঝতেছিলাম না সেটি নোট করে আমার কি একাউন্ট ম্যানেজার আবুল কালাম আযাদ ভাইকে ডিসকর্ড এ নক করি,সে আমাকে খুবই সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আমি প্রায় ই ডিসকর্ড এ ম্যাসেজ দিলে ভাই উত্তর দেয় এবং ডিসকর্ড এ কল করে আমাকে বিভিন্ন বিষয় বুঝিয়ে দেয়।ধন্যবাদ জানাচ্ছি আবুল কালাম আযাদ ভাই সহ স্টেপ আপ এর সকল কি একাউন্ট ম্যানেজার কে বিশেষ করে ফাহমিদ ভাই কে যার মাধ্যমে বিভিন্ন বিষয়ে জানতে পারছি।