আমার ফেইসবুক বিজনেস পেইজ ছিলো ১৫১কে ফলোয়ারের। আমরা ৪ বছর ধরে ব্যাবসা করতাম এই পেইজ দিয়ে। গত ১২ তারিখে কে বা কারা রিপোর্ট করে পেইজটা সাসপেন্ড করে দিছে। কপি রাইট ইস্যু এর কারনে। আমি স্টেপ আপ জুম সাপোর্ট এ কানেক্ট হয়ে তাদের পরামর্শ নিলাম। আবার নতুন করে শুরু করার সঠিক গাইড লাইন তারা দিয়েছেন।আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। অনেক দূর এগিয়ে যান, ধন্যবাদ।