আমি একটি সঠিক পরামর্শ চাই, আমি বিজনেস এর একটি ব্র্যান্ড নাম সিলেক্ট করছি , কিন্তু সেই নামের একটি ফেসবুক পেজ আছে অলরেডি ক্রিয়েট করা! কিন্তু সেইটি ফ্রান্স এর । এখন আমার প্রশ্ন হলো , উদাহরণ স্বরুপ আমার ব্র্যান্ড নাম shahadat। এই shahadat.com এইটা অলরেডি নেওয়া হয়ে গেছে। shahdat.xyz & shahadat.com.bd এই দুইটা available আছে। এখন আমি কি এই ব্র্যান্ড নাম দিয়ে কি ব্যাবসা শুরু করতে পারবো? আর যদি শুরু করি সেই ক্ষেত্রে আমার ফেসবুক পেইজ এর কোন সমস্যা হবে কিনা? যেহেতু এই নামের আরেকটি ফেসবুক পেজ ওপেন করা আছে, যার মালিক ফ্রান্স এর!
দৃষ্টি আকর্ষনঃ shahadat.com এই নামে আমাই সার্চ দিয়েছি এমন একটি পেজ শো করে ,
আমি একটি ছবি শো করেছি। এমন শো করার কারণ কি? আর এইখানে shahadat ব্র্যান্ড নাম টা উদাহরণ হিসাবে ব্যাবহার করা হয়েছে
স্যার একাধিক ফেসবুক পেজ থাকতে পারে এটাতে সাধারণত সমস্যা হয় না। হ্যা অন্য extension নিতে পারেন। নিচের ছবিটা ভালোভাবে দেখতে পাচ্ছি না স্যার।আর এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ডোমেইন হোস্টিং ক্লাসের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ স্যার।