ধন্যবাদ স্টেপ-আপকে তাদের এই সাপোর্ট সিস্টেম ম্যানাজ করার জন্যে। শুরু থেকেই আমি স্টেপ-আপের এই সাপোর্ট নিয়ে সন্তুষ্ট। তারা চেষ্টা করছে তাদের সেরাটা আমাদের দেয়ার জন্যে যেন আমাদের বিজনেস জার্নিটি আরো সহজ হয়। আমি এখন পর্যন্ত দুইবার ডেডিকেটেড জুম সাপোর্ট নিয়েছি। প্রথমে নিশ সিলেকশন নিয়ে সাপোর্ট দিয়েছিল কুরবান আলী ভাই। বিজনেসে নিশ সিলেক্টের কিছু বেসিক ধারনা তিনি আমার জন্যে ক্লিয়ার করে দিয়েছেন। আর গতকাল ফেইসবুক পেইজের ইস্যুতে আবারো আমি জুম সাপোর্ট নেই এবং দুইজন ভাই বেশ বেশ কিছুক্ষন ধরে আমার সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন এবং আমাকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সবশেষে বলতে চাই আমার কী-একাউন্ট-ম্যানাজার ফারুক ভাইয়ের কথা। যেহেতু আমি অনলাইন বিজনেসে একেবারেই নতুন তাই এই নিয়ে টুকটাক অনেক জিজ্ঞাসাই থাকে এবং এই সকল বিষয়েই আমি ফারুক ভাইয়ের কাছ থেকে হেল্প পাই। তিনি সব সময় চেষ্টা করেন সাথে সাথেই আমাকে রিস্পন্স করতে এবং আমার প্রশ্নগুলো আমাকে বিস্তারিতভাবে বুজিয়ে দেন। আমি আশা করি এভাবে সাপোর্ট পেলে আমাদের মত নিউ অনলাইনে মার্কেটারদেরকে কোথাও আটকাতে হবে না ইনশাআল্লাহ। আবারো ধন্যাবাদ ফারুক ভাইকে এবং স্টেপ-আপকে এবং বিশেষ ধন্যবাদ ফাহমিদ আল নাইম ভাইকে আমাদের জন্যে এই সকল ব্যবস্থা করে দেয়ার জন্যে।
ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য,