নিস সিলেকশনে এজেন্সি সম্পর্কে কোনো ভিডিও তো পেলাম না কি করে এজেন্সি কাজ করে বা কি করে এজেন্সি করে তুলবো । অন্য নিস গুলার যেমন করে ভিডিও পেয়েছি। সার্ভিস নিয়ে যে ভিডিও দিছে এজেন্সি সম্পর্কে তেমন তো কিছু বলেনি। আমরা যারা এজেন্সি নিয়ে চিন্তাভাবনা করতেছি তাহলে আমাদের ডিসিশন নিতে সুবিধা হতো।
ভাইয়া আমি তো অনেকগুলো পেয়েছি কিন্তু হাতে গোনা কয়েকটা ছাড়া তাদের সার্ভিসে তেমন ভালো না। এখনো রিসার্চ করতেছি। আর আমাদের যে নিসের কথা ফাহমিদ ভাই বলছে সেই কেটাগরিতে তেমন কম্পেটিটর নেই বললেই চলে। ফেসবুকে ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্ট বেশি দেখান।
আপনি কি ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করবেন ভাই
জি ভাই