আমাদের জন্য কোনটা ভালো হবে Advantage + Audience নাকি Original Audience । দুটিরও তো Advantage এবং Disadvantage আছে। যেমন : Advantage + Audience – এর ক্ষেত্রে টার্গেটকৃত Audience বেশি দেখায় অর্থাত Facebook আমার টার্গেটকৃত Audience ছাড়াও অন্যদের কাছে Ads Place করে । কিন্তু সুবিধা হলো এটা 33% Cost কম হয় original Audience থেকে। অন্যদিকে original Audience থেকে টার্গেট করলে আমি আমার শুধু টার্গেটকৃত Audience – এর কাছে Ads Place করতে পারছি। কিন্তু এখানে cost 33% বেশি Advantage + Audience থেকে । এখন আমরা যেহেতু Ads run করিনি কিন্তু আপনাদের তো Practical অভিজ্ঞা আছে । তার আলোকে আমাদের জন্য কোনটা ভালো হবে।যাতে আমাদেরক Ads run করে না দেখতে হয় কোনটা ভালো হবে।
আপনাকে এখানে শর্টে লিখে বোঝানো সম্ভব হবে না, বিস্তারিত ভাবে জানতে অনুগ্রহ পূর্বক আপনার সাপোর্ট এক্সিকিউটিভ এর সাহায্যে আমাদের মেটা সাপোর্ট এ আসুন। এতে করে আমাদের এক্সপার্ট টিম আপনাকে যথাযথ পরামর্শ দিবেন, ইন শা আল্লাহ