Advantage + Audience নাকি Original Audience । কোনটা আমাদের জন্য ভালো হবে।
কারণ দুইটার ও তো Advantage and Disadvantage আছে। যেমন : Advantage + Audience এর ক্ষেত্রে Detailed targeting হিসেবে Parents (up to 12 months) দিলে estimated audience size: 36,700,000 – 43,200,000 দেখাচ্ছে অর্থাত Facebook এখানে তার মতো করে Ads place করবে। তবে সুবিধা হচ্ছে cost 33% কম লাগছে Original Audience থেকে। অন্যদিকে Original Audience এর ক্ষেত Detailed targeting হিসেবে Parents (up to 12 months) দিলে estimated audience size: 76,800 – 90,400 দেখাচ্ছে অর্থাত আমার শুধু টার্গেটকৃত Audience – এর কাছেই যাচ্ছে যা আমার জন্য অনেক ভালো।
কিন্তু এখানে cost 33% বেশি Advantage + Audience থেকে। এছাড়াও দুইটা মধ্যে আরো পার্থক্য রয়েছে । এক্ষেত্রে আমাদের জন্য কোনটা ভালো হবে।
আপনাকে এখানে শর্টে লিখে বোঝানো সম্ভব হবে না, বিস্তারিত ভাবে জানতে অনুগ্রহ পূর্বক আপনার সাপোর্ট এক্সিকিউটিভ এর সাহায্যে আমাদের মেটা সাপোর্ট এ আসুন। এতে করে আমাদের এক্সপার্ট টিম আপনাকে যথাযথ পরামর্শ দিবেন, ইন শা আল্লাহ