একটা বিষয়ে জানার জন্য গতকাল নাইম ভাই যে ক্লাস দিছে ১ম ক্লাসটা ওইখানে ভাইয়ে বলছে ফেসবুক পেজ এবং এড ম্যানেজার যদি ব্যান হয়ে যায় তখন আবার রিকভার করার পর কি নতুন নামে পেজ খুলতে হবে না আগের নামেই খোলা যাবে যদি নতুন নামে খুলতে হয় তবে কি আমাদের ট্রেড লাইসেন্স ডিভিআইডি এই গুলির সমস্যা হবে কারণ যেহেতু এই গুলির উপর ভিত্তি করে আমাদের পেজ ডোমেইন নেওয়া এই বিষয়টা বুজতেছিনা।
যদি ব্যান হয়ে যায় তবে, নতুন নামে নতুন ইনফরমেশন দিয়ে সব করতে হবে যাতে আপনাকে চিহ্নিত করতে না পারে। নতুন ইনফরমেশন দিয়ে লাইসেন্স গুলো করতে হবে। প্রথমেই সতর্ক হয়ে কাজ করবেন যাতে ব্যান খেতে না হয়।