Hello, good evening everyone i hope you guys are in good health. I have been running an ad for few days which is for a garment items specifically Blank tshirt. But the ad cost is huge its charging me 1.30 dollar for a purchase.
So what is the possible solution and why is it charging so much, though i have set dhaka as my target but i do get orders from other locations like sylhet.
এড প্রোপার অপটিমাইজড না হওয়া পর্যন্ত কস্ট পার রেজাল্ট বেশি হবে। যদি আপনি পার্চেস এড রান করে থাকেন তাহলে ৭ দিনে কমপক্ষে ৫০ টা পার্চেসের ডাটা লাগবে এড অপটিমাইজড হতে। ফেসবুক ৭ দিন বা ১ দিনের রেজাল্ট এনালাইসিস করে এড অপটিমাইজড করে। এটা নির্ভর করে আপনি ফেসবুক কে কতটা একুরেট এবং বেশি ডাটা দিতে পারছেন তার উপর।
bhai sales ad e run kora but za obostha ad result er. 73 ta web purchase ase but cost still very high
এখানে আরও কিছু বিষয় রয়ে যায় তা হল, আপনার প্রোডাক্ট কেমন। প্রোডাক্ট যদি ভাল না হয় অর্থাৎ মানুষ যদি সেটার চাহিদা বোধ তেমন একটা না করে তাহলেও কস্ট বেশি হবে। কারণ দেখবে অনেক মানুষ কিন্তু কিনবে খুব সামান্য। আবার যদি প্রোডাক্ট ভালো হয় কিন্তু কম্পিটিশন বেশি হয় সেক্ষেত্রেও কস্ট বেশি হবে যদি স্ট্র্যাটেজিক্যালি আগাতে না পারেন। এবং আপনি যেই ইমেজ বা ভিডিও দিয়ে এড রান করছেন সেটা এংগেজিং হতে হবে। সর্বপরি ডাটা ড্রিভেন মার্কেটিং থাকতে হবে।